নিজস্ব প্রতিনিধি: আগামী জাতীয় সংসদ ও মিডিয়া কভারেজ পেতে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার এমপি নানা মুখি উদ্যোগে গ্রহণ করে চলেছে। তিনি ছিন্নমূল ও অসহায় মানুষের হৃদয় ছুয়ার চেষ্টা করছেন। কিছুটা সফলও হয়েনে তিনি।
মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা শহরের থেকে শ্যামনগর যাওয়ার পথে নিউমার্কেট এলাকাসহ শহরের বিভিন্ন এলাকায় প্রায় শতাধিক ভ্যান রিকশা চালক ও পথচারিদেরকে তিনি ডাব খাওয়ান।
সাধারণ মানুষ আনন্দ চিত্তে বলেন, একজন সংসদ সদস্য এমন করতে পারে তারা কখনো দেখিনি। হঠাৎ একজন এমপির কাছে পেয়ে এবং তার আন্তরিকতা দেখে ভ্যানচালক ও সাধারণ মানুষ হতবাগ হয়ে পড়েন। তারা জগলুল হায়দারের জন্য মন খুলে দোয়া করেন। এসময় জগলুল হায়দার বলেন, জনপ্রতিনিধি হিসেবে সবার ভালো-মন্দ দেখার চেষ্টা করে যাচ্ছি।
Check Also
সাতক্ষীরা বিনেরপোতা সড়ক দুর্ঘটনায় ১ ভ্যান চালক নিহত
মামুন হোসেন নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা বিনেরপোতা সড়ক দুর্ঘটনায় ১ ভ্যান চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার ( …