মামলার বিবরণে জানা যায়, ২০০৯ সালের ২৪ জুলাই যৌতুকের দাবিতে স্বামী শ্যামনগর উপজেলার মিরগাং গ্রামের কামরুল সানা তার স্ত্রী সালমা বেগমকে দরজা লাগানোর লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন।
এ অবস্থায় তার মৃত্যু হলে সালমার মুখে বিষ ঢেলে দিয়ে তার স্ত্রী আত্মহত্যা করেছে বলে প্রচার করেন।
এ ঘটনায় সালমার ভাই রাশিদুল ইসলাম শ্যামনগর থানায় একটি মামলা করেন। পুলিশ আসামির বিরুদ্ধে চার্জশীট দেয়।
আদালত এ মামলায় ১২ জনের সাক্ষ্য গ্রহণ শেষে সন্দেহাতীতভাবে এটি হত্যা বলে প্রমাণিত হয়েছে। রায়ে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দেয়া হয়েছে।
মামলায় সরকার পক্ষের আইনজীবী হিসেবে ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিশেষ পিপি অ্যাডভোকেট জহুরুল হায়দার এবং বিবাদী পক্ষে ছিলেন অ্যাডভোকেট আবুবকর সিদ্দিক।