নাটোর প্রতিনিধি
নাটোরের হয়বতপুর খামারপাড়া গ্রামে ইসলামী জালসা চলাকালে দুর্বৃত্তের ছুরিকাঘাতে রায়হান (১৪) নামে মাদরাসা ছাত্র নিহত হয়েছে। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন ৩ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।নাটোর সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবুল হাসনাত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত রায়হান সদর উপজেলার খোলাবাড়িয়া খামারপাড়া গ্রামের আবুল হাসেমের ছেলে ও স্থানীয় মাদরাসা ছাত্র। রায়হান গতরাতে খোলাবাড়িয়া খামারপাড়া গ্রামে অনুষ্ঠিত জালসা শুনতে যায়। এসময় স্থানীয় কয়েকজন কিশোর পূর্ব বিরোধের জেরে তাকে ছুরিকাঘাত করে।স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতাল ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
Check Also
আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …