সাতক্ষীরায় ইয়াবাসহ গ্রাম পুলিশ আটক

সাতক্ষীরা সংবাদদাতাঃ সাতক্ষীরায় ২৫ পিচ ইয়াবা সহ এক গ্রাম পুলিশকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে শহরের ফুলতলা মোড় থেকে পুলিশ তাকে আটক করে।
আটককৃত গ্রাম পুলিশ সাইফুল সদার আলিপুর হাটখোলা গ্রামের মৃত দাউদ হোসেনের ছেলে।
সাতক্ষীরা ইটাগাছা পুলিশ ফাঁড়ির ভারপ্রাকর্মকর্তা (ওসি) আব্দুল আজিজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শহরের ফুলতলা মোড়ে অভিযান চালায়। সেখান থেকে আলিপুর ইউনিয়ন পরিষদে কর্মরত চৌকিদার সাইফুল ইসলামের দেহ তল্লাসি করে ২৫ পিচ ইয়ারা পাওয়া যায়। ইয়াবাসহ তাকে আটক করে থানায় পাঠানো হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে সাতক্ষীরা কারাগারে পাঠানো হয়।
এছাড়া ১০ বোতল ফেন্সিডিল ও ১৭ পিছ ইয়াবাসহ এক মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সাতক্ষীরা থানা পুলিশ।
আটককৃত মাাদক ব্যবসায়ীর নাম তহমিনা খাতুন(৩০)। সে সাতক্ষীরা সদরের আলীপুর গ্রামর আব্দুল মজিদের স্ত্রী।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে আলীপুরের মাঝের পাড়া এলাকার নিজ বাড়ি হতে তাকে আটক করা হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ আহমেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত তহমিনার স্বামী একজন প্রফেশনাল মাদক ব্যবসায়ী। কিছুদিন আগে তার স্বামীও মাদকসহ আটক হয়। সে এখন জেল হাজতে আছে। স্বামী জেলে থাকায় সে নিজে মাদক ব্যবসা শুরু করে।
তহমিনার বাড়িতে মাদক আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১০টার দিকে সাতক্ষীরা থানার এস আই শ্রী বিপ্ল কান্তি মন্ডল সংগীয় ফোর্স নিয়ে তার বাড়িতে অভিযান চালায়। এ সময় তার বাড়ির রান্নাঘর হতে ১০ বোতল ফেন্সিডিল ও শয়ন কক্ষে ঘুমন্ত ছোট বাচ্চার প্যান্টের মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৭ পিছ ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।