কলারোয়ায় বাবা-মায়ের উপর অভিমান করে কলেজ ছাত্রের আত্মহত্যা

সাতক্ষীরা সংবাদদাতা: সাতক্ষীরার কলারোয়া বাবা-মায়ের উপর অভিমান করে বিষ পান করে এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছে। শনিবার(৭ এপ্রিল) রাতের কোন এক সময় এ ঘটনা ঘটে।
কলেজ ছাত্রের নাম হানিফ হোসেন(২০)। সে কলারোয়া উপজেলার হেলাতলা (উত্তরপাড়া) গ্রামের জিয়াদ আলি খাঁর ছেলে। কলারোয়া সরকারি কলেজের স্নাতক সম্মান শ্রেণির ব্যবস্থাপনা বিভাগের ছাত্র।
পরিবারের বরাত দিয়ে কলারোয়া থানার পুলিশ পরিদর্শক জিয়াউর রহমান(তদন্ত) বলেন, হানিফ হেলাতলা আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয় হতে ২০১৪ সালে এসএসসি ও হেলাতলা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ হতে ২০১৬ সালে এইচএসসি পাশ করে। এরপর সে ভর্তি হয় কলারোয়া সরকারি কলেজে। বেশ কিছুদিন যাবৎ সে লেখাপড়ায় অমনোযোগি হয়ে পড়ে। শুক্রবার(৬ এপ্রিল) রাতে ভালভাবে লেখাপড়া করার জন্য বাবা-মা তাকে বকাবকি করে। এরপর রাতের কোন এক সময় বাড়ির পাশে মাছের খামারে যেয়ে হানিফ বিষ পান করে। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানেই সে মারা যায়।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।