সাতক্ষীরা সংবাদদাতাঃ সাতক্ষীরায় পুলিশের বিমেষ অভিযানে জামায়াতের ৫ নেতাকর্মীসহ ৬৫ জন আটক করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পযন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে রয়েছে-সাতক্ষীরা সদর থানা থেকে ১৪ জন, কলারোয়া থানা থেকে ৭ জন, তালা থানা ৭ জন, কালিগঞ্জ থানা ১০ জন, শ্যামনগর থানা ১২ জন, আশাশুনি থানা ৬ জন, দেবহাটা থানা ৫ জন, পাটকেলঘাটা থানা পুলিশ ৪ জনকে আটক করেছে।
এদিকে শুক্রবার সন্ধা সাড়ে ৭ টার দিকে সদরের সাতানি এলাকা থেকে একাধিক নাশকতা মামলার আসামি, জামায়াতের রোকন মফিজুর রহমান (৫২) কে গ্রেফতার করেছে সাতক্ষীরা থানা পুলিশ । মফিজুর রহমান সাতক্ষীরা সদরে সাতানী গ্রামের আব্দুল মালেক এর ছেলে । সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেরিনা আক্তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামী একজন জামায়াতের রোকন । তার নামে নাশকতা ও সহিংসতা সহ একাধিক মামলা রয়েছে। সাতক্ষীরা থানার এস আই শেখ মিরাজ আহমেদ তাকে সাতানী হতে গ্রেফতার কওে শনিবার আদালতে প্রেরণ করা হবে ।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …