ক্রাইমবার্তা রিপোট: জালিয়াতির মাধ্যমে রাজউকের ১০ কাঠা জমি দখলের অভিযোগে ভূমিমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা কুতুবউদ্দিনকে গ্রেফতার করেছে দুদক।
রোববার দুপুরে গুলশান থানায় মামলার পর তাকে গ্রেফতার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গুলশান-১ আবাসিক এলাকার ১ নম্বর সড়কের ২০ নম্বর প্লটটি বহুদিন ধরে ভোগ দখল করে আসছিলেন কুতুবউদ্দিন।
১০ কাঠার ওই প্লটে নাজমুল ইসলাম সাঈদের নামে একজনকে জমির একটি পক্ষ বানিয়ে তা নিজের নামে করে নেয়ার জন্য গুলশান সাবরেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রেশনের ব্যবস্থা করেন কুতুবউদ্দিন।
এর পরিপ্রেক্ষিতে রোববার দুপুরে দুদকের উপপরিচালক মির্জা জাহিদুল আলম ভূমিমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা কুতুবউদ্দিন ও নাজমুল ইসলাম সাঈদের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেন।