নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় বিদেশী পিস্তল ও ১২ রাউন্ড গুলিসহ কুদ্দুস ফকির (৫০) নামে এক অস্ত্র ব্যাবসায়িকে আটক করেছে র্যাব-৬ এর সদস্যরা। রোববার সন্ধ্যায় আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের লাউতাড়া গ্রাম থেকে র্যাব সদস্যরা তাকে আটক করে। কুদ্দুস ফকির খাজরা ইউনিয়নের লাউতাড়া গ্রামের মৃত এলাহী ফকিরের ছেলে। খাজরা ইউনিয়নের চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম জানান, র্যাব সদস্যরা বিদেশী পিস্তল ও ১২ রাউন্ড গুলিসহ কুদ্দুস ফকির নামে এক অস্ত্র ব্যাবসায়িকে আটক করেছে। সে দীর্ঘদিন এলাকায় অস্ত্র কেনাবেচা ও সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত বলে তিনি জানান। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, র্যাব সদস্যরা অস্ত্রসহ একজনকে আটক করে নিয়ে গেছে শুনেছি। বিস্তারিত পরে বলতে পারবো।
Check Also
আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …