সবার জন্য পর্যাপ্ত খাদ্য ও পুষ্টি নিরাপত্তা চাই, খাদ্য অধিকার আইন চাই” এই শ্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব খাদ্য দিবস ও খাদ্য অধিকার প্রচারাভিযান উপলক্ষ্যে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। খাদ্য অধিকার বাংলাদেশ সাতক্ষীরা জেলা কমিটির আয়োজনে মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে উক্ত আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। সংগঠনটির সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি মরিয়ম মান্নানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। খাদ্য অধিকার বাংলাদেশ সাতক্ষীরা জেলা কমিটির সাধারন সম্পাদক মাধব দত্তের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রেসক্লাব সভাপতি আবু আহমেদ, প্রফেসর আব্দুল হামিদ, প্রফেসর সুভাষ চন্দ্র সরকার, জেলা নাগরিক কমিটির আহবায়ক আনিসুর রহিম, জেলা জাসদের সাধারণ সম্পাদক সুধাংশ শেখর সরকার, সিনিয়র সাংবাদিক সুভাষ চৌধুরী, সাবেক কাউন্সিলর ফরিদা আক্তার বিউটি প্রমুখ।
বক্তারা এ সময়, পুষ্টিকর ও নিরাপদ খাদ্যের নিশ্চয়তা এবং খাদ্য অধিকার আইন প্রনয়নের দাবীতে প্রধান প্রধান দারিদ্র প্রবন এলাকা ও জনগোষ্ঠির মধ্যে খাদ্য ও পুষ্টি নিরাপত্তাসহ দারিদ্র বিমোচনে বহুমুখী কর্মসূচি গ্রহন, নারী ও শিশুদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করনসহ ৭ দফা দাবী পেশ করেন।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …