ক্রাইমবার্তা ডেস্করিপোট:ভারতের হিমাচল প্রদেশের কাংড়া জেলায় স্কুলশিক্ষার্থীদের বহনকারী একটি বাস খাদে পড়ে চালক ও দুই শিক্ষকসহ অন্তত ৩০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৭টি শিশু।
কাংড়া জেলার নুরপুরের চেলি গ্রামে সোমবার এ দুর্ঘটনা ঘটে। ওই বাসে করে ওয়াজির রাম সিং মেমোরিয়াল স্কুলের শিক্ষার্থীরা বাড়ি ফিরছিল। মারা যাওয়া শিশুদের বয়স ১০ বছরের নিচে। হিমাচল প্রদেশের শিক্ষামন্ত্রী সুরেশ ভরদ্বাজ হতাহতের খবর নিশ্চিত করেছেন।
বাসচালক মদন লালও মারা গেছেন। বাসটিতে মোট ৪০ জন শিক্ষার্থী ছিল। এখনও উদ্ধার কাজ শেষ না হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা উদ্ধারকর্মীদের। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, পাহাড়ি রাস্তার একটি তীক্ষ্ম বাঁকে চালকনিয়ন্ত্রণ হারালে বাসটি পিছলে উল্টে যায় এবং প্রায় ১০০ফুট নিচে খাদে আছড়ে পড়ে।