নিজস্ব প্রতিবেদক : সাতাক্ষীরায় ২৫টি চোরাই মোটর সাইকেলসহ ২ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল।
মঙ্গলবার (১০এপ্রিল) রাত সাড়ে ৩টায় শহরের রাধানগর এলাকায় একটি বাড়ীতে ডিবি পুলিশের উপ পরিদর্শক মো. শাহারিয়ার হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। এসময় শহরের রাধানগর এলাকার মৃত দাউদ সরদারের ছেলে মকবুল হোসেন (৫০) ও পলাশপোল এলাকার ওয়াজেদ আলীর ছেলে খালিদ হোসেন (৩২) কে আটক করা হয়েছে। আটক মকবুলের নামে ২০১৪ সালে চোরাই মোটর সাইকেল বিক্রি সিন্ডিকেট এর মামলা রয়েছে।
ডিবি পুলিশের উপ পরিদর্শক মো. শাহরিয়ার হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে শহরের রাধারনগর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ২৫টি মোটর সাইকেল, বিআরটিএ’র ফরম ও রশিদ বের করার জন্য একটি কম্পিউটার, প্রিন্টার, অবৈধ টেম্পারিং মেশিন ও পার্চিং মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, ডিবি পুলিশের এ সফল অভিযানে উপ পরিদর্শক শাহরিয়ার হাসানের নেতৃত্বে ছিলেন মঞ্জুরুল হাসান, রিয়াজুল ইসলাম, মিজানুর রহমান, রাজু আহমেদ, জিয়ায়ুর রহমানসহ সঙ্গীয় ফোর্স।
সূত্র জানায় একটি শোরূম থেকে মটরসাইকেল গুলো আটক করা হয়েছে। বৈধ কাগজ পত্র দেখাতে না পারায় সেগুলো নিয়ে আসা হয়।