ঢাকা: মুক্তিযোদ্ধাদের পরিবার থেকে সংসদ ও মন্ত্রীসভায় ৩০ শতাংশ সদস্য নেওয়ার দাবি জানিয়েছেন বিশিষ্ট রাজনীতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ নজরুল।
মঙ্গলবার বেলা ১২টার পর নিজের ফেসবুকে দেয়া স্ট্যাটাসে তিনি এ দাবি জানান।
ফেসবুকে দেয়া স্ট্যাটাসে আসিফ নজরুল বলেন, ‘একটা কাজ করলে কেমন হয়। আমরা দাবী তুলি, সংসদ এবং মন্ত্রীসভায় ৩০ শতাংশ সদস্যকে নিতে হবে মুক্তিযোদ্ধাদের পরিবারগুলো থেকে।
সরকারী চাকরীতে কোটা দেয়া গেলে এসব জায়গায় কেন দেয়া যাবে না? তাদের যুক্তিই যদি সঠিক হয় তাহলে মুক্তিযোদ্ধাদের সম্মান জানানোর এটাই হবে শ্রেষ্ঠ উপায়।