নিজস্ব প্রতিনিধি: সোমবার বেলা ১২টায় সাতক্ষীরা জেলা সংবাদপত্র পরিষদের এক সভা দৈনিক কালের চিত্র অফিসে অনুষ্ঠিত হয়। জেলা সংবাদপত্র পরিষদের আহবায়ক দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলাম উক্ত সভায় সভাপতিত্ব করেন। সভায় বক্তব্য রাখেন দৈনিক কালের চিত্র সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, দৈনিক পত্রদূতের উপদেষ্টা সম্পাদক এড. আবুল কালাম আজাদ, ভারপ্রাপ্ত সম্পাদক লায়লা পারভিন সেজুঁতি, দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, দৈনিক আজকের সাতক্ষীরা সম্পাদক মহসিন হোসেন বাবলু, দৈনিক সাতনদী সম্পাদক হাবিবুর রহমান, সাপ্তাহিক সূর্যের আলো সম্পাদক ওয়ারেস খান চৌধুরী, সাপ্তাহিক মুক্ত স্বাধীন সম্পাদক আবুল কালাম আজাদ। সভায় উপস্থিত সম্পাদকবৃন্দ দৈনিক পত্রিকা প্রকাশনার নিউজ প্রিন্ট কাগজের মূল্য বৃদ্ধিসহ সকল উপকরণের মূল্য বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেন। একই সাথে আগামী পহেলা মে ২০১৮ থেকে স্থানীয় পত্রিকার মূল্য ২ টাকার পরিবর্তে ৩ টাকা নির্ধারণ করার সিদ্ধান্ত গ্রহণ করেন। এছাড়াও আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
Check Also
বিএনপি নেতাকর্মীদের জড়িয়ে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে দেবহাটায় মানববন্ধন
দেবহাটা প্রতিনিধি: স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও ভূমিদস্যুদের গ্রেফতার এবং বিএনপির …