ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারের শুভ উদ্বোধন

ক্রাইমবার্তা রির্পৌট:আধুনিক চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে সাতক্ষীরায় ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ১টায় শহরের পলাশপোল সাতক্ষীরা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সংলগ্ন ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারের নিজস্ব ভবন ফিতা কেটে ও ফলক উন্মোচন করে শুভ উদ্বোধন ঘোষণা করেন, সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি। ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারের উপদেষ্টা ও শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সদর-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, জেলা প্রশাসক ইফতেখার হোসেন, পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. কাজী হাবিবুর রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মুনসুর আহমেদ, বিএমএ সভাপতি ডা. আজিজুর রহমান, স্বাচিপের সভাপতি ও সাবেক এমপি ডা. মোখলেছুর রহমান, সাতক্ষীরা মেডিকেল কলেজের পি.ডি ডা. খান হাবিবুর রহমান, সাবেক এমপি ফজলুল হক, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী, বিশিষ্ট দন্ত চিকিৎসক ও সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. আকম রেজওয়ানউল্লাহ সবুজ, প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জী, এটিএন বাংলার স্টাফ রিপোর্টার এম. কামরুজ্জামান প্রমুখ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক কে এম মুজাহিদুল ইসলাম প্রিন্স। অনুষ্ঠানে অতিথিবৃন্দ চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে এমআরআই সিটি স্ক্যানসহ আধুনিক যন্ত্রপাতি নিয়ে গড়ে ওঠায় ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারকে স্বাগত জানান। এসময় বক্তারা প্রতিষ্ঠানটিকে মানবতার কল্যাণে কাজ করার আহ্বান জানান।

Check Also

বিএনপি নেতাকর্মীদের জড়িয়ে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে দেবহাটায় মানববন্ধন

দেবহাটা প্রতিনিধি: স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও ভূমিদস্যুদের গ্রেফতার এবং বিএনপির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।