আজ দেবহাটাকে শতভাগ বিদ্যুতের আওতায় আনার প্রকল্প ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিজস্ব প্রতিনিধি: সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ. ফ. ম রুহুল হক এমপির নির্বাচনী এলাকা দেবহাটা উপজেলার মানুষ আজ থেকে শতভাগ বিদ্যুতের আওতায় আসছেন।

বৃহস্পতিবার (১২ এপ্রিল) দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন প্রকল্পটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রাণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. আ. ফ. ম রুহুল হক এমপি হওয়ার পর তার নেতৃত্বে তার নির্বাচনী এলাকাসহ সাতক্ষীরা জেলায় অভাবনীয় উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আর দেবহাটা উপজেলা তাঁর নির্বাচনী এলাকার মানুষ শতভাগ বিদ্যুৎ পেতে যাচ্ছে।

সূত্রে জানা গেছে, দেবহাটা উপজেলায় আওয়ামী লীগ সরকারে ক্ষমতায় আসার পর আফম রুহুল হকের চেষ্টায় ৩৩ হাজার ১৫২টি বিদ্যুৎ সংযোগ পেয়েছে। এরমধ্যে আবাসিক ৩০ হাজার ৬৩৬টি, বাণিজ্যিক ১ হাজার ৭৩৪টি, সেচ ১২৭টি, শিল্প ২৫২টি এবং মসজিদ, মাদ্রাসা, স্কুল-কলেজ, মন্দিরসহ বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানে ৩৯৪টি সংযোগ স্থাপন হয়েছে।

আশাশুনি উপজেলায় ৩৮ হাজার ৫৮৯টি বিদ্যুৎ সংযোগ পৌছে গেছে। এর মধ্যে আবাসিক ৩৪ হাজার ৯৪২,  বাণিজ্যিক ২ হাজার ৫১৮, সেচ ২৮৬, শিল্প ২৫০ এবং মসজিদ, মাদ্রাসা, স্কুল-কলেজ, মন্দিরসহ বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানে ৫৯৩ সংযোগ স্থাপন হয়েছে।

কালিগঞ্জ উপজেলায় ৪ ইউনিয়নের ১২ হাজার ৭৭০টি বিদ্যুৎ সংযোগ পৌছে গেছে। এরমধ্যে আবাসিক ১১ হাজার ৪১৯, বাণিজ্যিক ৯৮৭, সেচ ৮১, শিল্প ৮০ এবং মসজিদ, মাদ্রাসা, স্কুল-কলেজ, মন্দিরসহ বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানে ২০৩ টি সংযোগ স্থাপন হয়েছে।

সাতক্ষীরা পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার রবীন্দ্র নাথ দাস বলেন, দেবহাটা উপজেলায় ২০০৮ সাল পর্যন্ত ৩১ শতাংশ মানুষ বিদ্যুৎ পায়। বর্তমান সরকার শতভাগ বিদ্যুৎ দিয়েছে। ২০০৮ সালের আগে পর্যন্ত আশাশুনি উপজেলায় ২৬ শতাংশ মানুষ বিদ্যুৎ পায়। বর্তমান সরকারের আমলে ৭৬% মানুষের কাছে বিদ্যুৎ পৌছে গেছে। কালিগঞ্জ উপজেলার ৪টি ইউনিয়নে বিএনপি-জামায়াত সরকারের আমলে মাত্র ২৭% মানুষ বিদ্যুতের সুফল পেত বর্তমানে ৮৯ % মানুষ বিদ্যুতের সুফল পাচ্ছেন।

সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রাণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. আ. ফ. ম রুহুল হক এমপি বলেন, বতমান সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে যাচ্ছে। আজ এরই অংশ হিসেবে প্রধামন্ত্রী শেখ হাসিনা শতভাগ বিদ্যুতায়নের কার্যক্রম ভিডিও কনফারেন্স এর মাধ্যমে উদ্বোধন করবেন। জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সব বাস্তবায়ন হচ্ছে। ১০ টাকায় চাল, বিনামূল্যে বই, পদ্মা সেতু, বঙ্গবন্ধু স্যাটালাইট, ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দিচ্ছেন বর্তমান সরকার। বিদ্যুৎ প্রতিমন্ত্রী আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন চলতি বছরের মধ্যে আমার নির্বাচনী এলাকায় শতভাগ বিদ্যুতের ব্যবস্থা করবেন।

Check Also

৩০ জুলাই পর্যন্ত অনেক দল সিদ্ধান্ত নিতে পারেনি, সংগ্রামে যুক্ত হবে কি না: সারজিস আলম

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।