কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতে ইভটিজিংয়ের দায়ে ৩ জনকে জেল-জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলার হামিদপুর মাদরাসা এলাকায় এ ঘটনা ঘটে। এবার এক মাদরাসা ছাত্রীকে ইভটিজিং করায় ২ তরুণকে ৩ মাস করে কারাদন্ড ও ১ তরুণকে অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডপ্রাপ্ত ২তরুণ হলো উপজেলার আলাইপুর গ্রামের মেখ শাহাজাহানের ছেলে শেখ রাব্বি হাসান(১৭) ও একই গ্রামের মেখ হবিবর রহমানের ছেলে হোসেন বাবু (১৮)। এছাড়া আলাইপুর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে স্কুল ছাত্র ফাহিমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানা গেছে। কলারোয়া থানা সূত্রে জানা যায়, হামিদপুর মাদরাসার চার ছাত্রীকে আলাইপুর গ্রামের রাব্বি, বাবু ও ফাহিম ইভটিজিং করে। এসময় ওই ছাত্রীরা স্থানীয়দের জানালে তারা কলারোয়া থানায় খবর দেন। সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যেয়ে অভিযুক্ত ৩ তরুণকে আটক করে। পরে সেখানেই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অভিযুক্তদের জেল-জরিমানা করেন বলে ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী আব্দুল মান্নান সাংবাদিকদের জানান।
Check Also
৩০ জুলাই পর্যন্ত অনেক দল সিদ্ধান্ত নিতে পারেনি, সংগ্রামে যুক্ত হবে কি না: সারজিস আলম
জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, …