ক্রিকেট খেলা নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে কিশোর নিহত

স্টাফ রিপোর্টার:ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জের ধরে রাজধানীর খিলগাঁওয়ে রাসেল নামে এক কিশোর ছুরিকাঘাতে নিহত হয়েছে।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাসেল বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। সে খিলগাঁও পুরনো জামে মসজিদসংলগ্ন একটি বাসায় পরিবারের সঙ্গে থাকত।

এলাকাবাসী জানান, পুরনো পুলিশ ফাঁড়ি মাঠে ডে-নাইট ক্রিকেট খেলার সময় প্রতিপক্ষের সঙ্গে কথাকাটাকাটি হয় রাসেলের। পরে বউবাজার এলাকায় গেলে তাকে ছুরিকাঘাত করে প্রতিপক্ষ। উদ্ধার করে প্রথমে খিদমাহ হাসপাতাল, পরে ঢাকা মেডিকেলে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, এ ঘটনায় আকাশ, রানা ও সিরাজ নামে তিন যুবককে চিহ্নিত করা হয়েছে।

নিহত রাসেলের বড় ভাই আবু সালেহ জানান, রাসেল খিলগাঁও সরকারি স্টাফ কোয়ার্টার স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। বাবা রাজমিস্ত্রির কাজ করেন। তার ভাইসহ বন্ধুরা খিলগাঁও বউবাজার এলাকায় পুরনো পুলিশ ফাঁড়ি মাঠে একই এলাকার ছেলেদের সঙ্গে ক্রিকেট খেলছিল। রাত ৮টার দিকে খেলা শেষ হয়। প্রতিপক্ষরা খেলায় হেরে যায়।

আবু সালেহ অভিযোগ করে বলেন, খেলায় হেরে প্রতিপক্ষের রানা, আকাশ, সিরাজসহ কয়েকজন রাসেলের পেটে ছুরিকাঘাত করে।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে রাখা হয়েছে।

Check Also

সাতক্ষীরায় পুত্রবধূর হাতে নির্যাতিত সেই স্কুলশিক্ষক মারা গেছেন

ক্রাইমবাতা রিপোট, সাতক্ষীরা:   ছেলে ও পুত্রবধূর হাতে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের শিকার সাতক্ষীরা সদর উপজেলার বাঁশতলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।