দেবহাটায় ও তালায় কোটা ব্যবস্থা বাতিলের প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

দেবহাটা সংবাদদাতা: দেবহাটায় মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য কোটা ব্যবস্থা বাতিলের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা হতে ঘন্টাব্যাপী উপজেলা চত্বরে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধকালীন মুজিব বাহিনীর কমান্ডার আশরাফ আলি, জেলা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সমিতির সভাপতি আব্দুল মাবুদ গাজী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ইয়াসিন আলী, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাব, মুক্তিযোদ্ধা সাবুর আলী, আব্দুল হামিদ, শান্তিরঞ্জন সরকার, মোফাজ্জেল হক মোফা, শোখর আলী প্রমূখ। মানববন্ধন থেকে আগামী রবিবার (১৫এপ্রিল) জেলা পর্যায়ে মানববন্ধন কর্মসূচি সফল করতে সকল মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়।

এদিকে তালা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও তালা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের যৌথ আয়োজন মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে তালা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়াদার, কোহিনুর ইসলাম, অমল ঘোষ, মইনুল ইসলাম, তালা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক জাহিদুর রহমান লিটু, জাহিদ হাসান, তুহিন, রিপন, আলাউদ্দীন, প্রেসক্লাবের সভাপতি প্রণব ঘোষ বাবলু, সাধারণ সম্পাদক সরদার মশিয়ার প্রমুখ।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।