নিজস্ব প্রতিবেদক :পহেলা বৈশাখ উপলক্ষে সাতক্ষীরায় দুঃস্থ ও এতিম শিশুদের মাঝে বাঙালি খাবার পরিবেশন করা হয়েছে। সাতক্ষীরা পুলিশের আয়োজনে শনিবার দুপুরে পুলিশ সুপারের বাসভবনে শতাধিক দুঃস্থ ও এতিম শিশুদের মাঝে এই বাঙালি খাবার পরিবেশন করা হয়। সাতক্ষীরার পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান নিজ হাতে এই খাবার বিতরন করেন। এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, পুলিশ সুপার পতœী আকিদা রহমান নীলা, অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেরিনা আক্তার প্রমুখ। পুলিশ সুপার সাজ্জাদুর রহমান এ সময় বলেন, সমাজের একজন দায়ীত্বশীল মানুষ হিসেবে পহেলা বৈশাখের এই আনন্দ দুঃস্থ, অসহায় ও এতিম শিশুদের মাঝে ভাগা-ভাগি করে নেওয়া আমাদের অবশ্যই একটি অপরিহার্য কর্তব্য।
Check Also
আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …