ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি; সুনামগঞ্জের ছাতকে যৌতুক না দেয়ায় এক গৃহবধূকে হত্যার খবর পাওয়া গেছে। শনিবার দিবাগত রাত থেকে ভোর পর্যন্ত গৃহবধূ সুজিতা বেগমকে (৩০) নির্যাতনের পর তার মুখে বিষ ঢেলে দেয়া হয় বলে অভিযোগ উঠেছে।
আহত গৃহবধূকে উদ্ধার করে স্থানীয় কৈতক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টায় মারা যান সুজিতা।
সুজিতা উপজেলার সিংচাপইড় ইউপির বড় সৈদেরগাঁও গ্রামের আব্দুল জলিলের স্ত্রী। গৃহবধূর মৃত্যুর পর স্বামীসহ পরিবারের লোকজন পালিয়ে গেছেন।
গৃহবধূর বোন ফিরোজা বেগম বলেন, আমার বোন সুজিতাকে দীর্ঘদিন থেকে যৌতুকের জন্য তার স্বামী ও পরিবারের লোকজন নির্যাতন করে আসছিল। ঘটনার রাতে ও সকালে সুজিতাকে নির্যাতনের পর তার মুখে বিষ ঢেলে হত্যা করে তারা।
ইউপি সদস্য আবদুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ছাতক থানার ওসি আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেয়া হয়েছে।