নাটোরে যুবলীগের হামলায় জাসদের তিন নেতাকর্মী আহত

নাটোর প্রতিনিধি:
নাটোরে যুবলীগের হামলায় জাসদের তিন নেতাকর্মী আহত হয়েছেন। নাটোর-১ আসনের জাসদ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ মোয়াজ্জেম হোসেন লালপুর উপজেলার গোপালপুর বাজারে গণসংযোগ করার সময় যুবলীগের হামলায় উপজেলা জাসদ আহবায়কসহ তিনজন আহত হয়েছেন। এসময় হামলাকারীরা প্রায় ২৫টি চেয়ারও ভাংচুর করে। এঘটনায় রোববার দুপুরে লালপুর থানায় জাসদের পক্ষ থেকে লিখিত অভিযোগ করা হয়েছে। স্থানীয়রা প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুর দেড়টার দিকে পহেলা বৈশাখ উপলক্ষ্যে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের জাসদ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ মোয়াজ্জেম হোসেন লালপুর উপজেলার গোপালপুর রেল ষ্টেশন এলাকায় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করছিলেন। এসময় উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হকের নেতৃত্বে যুবলীগ নেতাকর্মীরা হঠাৎ তাদের ওপর হামলা করে। এই হামলায় লালপুর থানা জাসদের আহবায়ক আব্দুল হালিম, দলের নেতা আব্দুল্লাহ হেল বাকি ও আব্দুল কুদ্দুস আহত হন। আব্দুল হালিমকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ও অন্য দু’জনকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে লালপুর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হক হামলার দায় স্বীকার করে বলেন, জাসদ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ মোয়াজ্জেম হোসেন মহাজোটের প্রার্থী হয়ে আসলে আমরাও তার জন্য কাজ করবো কিন্তু তিনি মহাজোটের মনোনয়ন না পেতেই লোকজন নিয়ে অযথা আওয়ামী লীগ ও স্থানীয় সংসদ সদস্য সম্পর্কে অশ্লীল কথা বার্তা শুরু করেছেন। নাজমুল বলেন, তিনি ভোট করলে নাকি আওয়ামী লীগের অস্তিত্বই থাকবে না এমন উল্টাপাল্টা বক্তব্য দেয়ায় নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়েই তার ওপর হামলা করেছে।

 

Check Also

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।