শোবার ঘরে দুই সন্তানের জননীর ঝুলন্ত লাশ

বগুড়া ব্যুরো;  বগুড়ার ধুনটে নিজের শোবার ঘর থেকে দুই সন্তানের জননী গৃহবধূ মহিমা খাতুনের (২৮) লাশ উদ্ধার করেছে পুলিশ।উপজেলার কালেরপাড়া ইউনিয়নের রামনগর গ্রাম থেকে শনিবার লাশটি উদ্ধার করা হয়। নিহত মহিমার স্বামী নজরুল ইসলাম ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, নজরুল ইসলাম প্রায় ১০ বছর আগে মহিমা খাতুনকে বিয়ে করেন। বিয়ের পর থেকে তাদের মধ্যে দাম্পত্য কলহ দেখা দেয়। এ জের ধরে বিভিন্ন সময় মহিমাকে নির্যাতন করেন নজরুল। এর মাঝে তাদের এক ছেলে ও এক মেয়ের জন্ম হয়।

শুক্রবার বিকালে নজরুল স্ত্রী মহিমাকে মারধর করেন। পরে কেনাকাটার জন্য স্থানীয় বাজারে যান নজরুল। রাত ৯টার দিকে শোবার ঘরে মহিমার ঝুলন্ত লাশ পাওয়া যায়। এ সময় তার দুই সন্তান বাড়িতে ছিল না। নজরুল ইসলামও পালিয়ে যান।

শনিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে ধুনট থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ধুনট থানার পরিদর্শক (তদন্ত) ফারুকুল ইসলাম জানান, ময়নাতদন্তের রিপোর্ট পেলেই গৃহবধূ আত্মহত্যা করেছেন, নাকি তাকে হত্যা করা হয়েছে তা নিশ্চিত হওয়া যাবে।

Check Also

ঢাকা প্রসঙ্গে বদলাতে পারে ভারতের পররাষ্ট্রনীতি

পাঁচ দশকের বিরতির পর গত মাসে বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রামে একটি পাকিস্তানি পণ্যবাহী জাহাজ ডক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।