শ্যামনগরের কাশিমাড়ীতে স্কুল শিক্ষিকাকে শ্লীলতাহানির অভিযোগ
ক্রাইমবার্তা ডটকম
15/04/2018
Mostafa Kamal;পহেলা বৈশাখে বিদ্যালয় পর্যায়ে অনুষ্ঠান পরিচালনা কালে সহকারী শিক্ষিকা ফাতিমা আক্তারের হাত ধরে টানাটানি করে শ্লীতহানীর অপচেষ্টায় কাশিমাড়ী গ্রামের মৃত এন্তাজ আলী সরদারের বখাটে ছেলে মাদক ব্যবসায়ী অবৈধ ভাবে বৃক্ষনিধন করে ইট পোড়ানোর কর্তা বিল্লাল সরদার। এমতাবস্থায় বিদ্যালয়ের এসএমসির সদস্যদের গৃহীত পদক্ষেপের ফলে শিক্ষিকার হাত ছেড়ে অভিযুক্ত বিল্লাল সরদার ভো দৌড় দিয়ে পালিয়ে যায়।
শিক্ষিকার উপর এমন ঘৃন্য কর্মকাণ্ডের শাস্তি প্রদান পূর্বক যথাযথ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন এলাকার শিক্ষানুরাগী সচেতন মহল। ঘটনাটি ঘটেছে শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের ৫৭ নং জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এ বিষয়ে অভিযুক্ত ঐ বখাটে যুবকের বিরুদ্ধে তদন্ত পূর্বক সুষ্ঠু বিচার দাবি করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দায়ের করেছেন বিদ্যালয়ের এসএমসির সদস্যবৃন্দ।
কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান এস.এম আব্দুর রউফ জানান,ঘটনাটি জেনে খুবই দুঃখীত এবং নিন্দা জ্ঞাপন করছি।অভিযুক্ত বিল্লাল সরদার এলাকার বখাটে যুবক হিসেবে পরিচিত। বিভিন্ন সময়ে এলাকার বিভিন্ন চোরাচালানী মাদক ব্যবসার কারবারের সাথে সে জড়িত বলে স্থানীয়রা জানিয়েছেন। উঠতি বয়সের যুবকদের কাছে মাদক সরবরাহের মত জঘন্য কাজের সাথেও সে জড়িত বলে অভিযোগ পাওয়া যায়।
বিল্লাল সরদার 01743501013মোবাইলে যোগোযোগ করে ব্যর্থ হওয়ায় তার ভাষ্য পাওয়া যায়নি।