নিজস্ব প্রতিনিধি: সঠিকভাবে পড়া বলতে না পারায় পাটকেলঘাটা সিদ্দিকিয়া কাওমী মাদ্রাসা ছাত্র আদনান ফরাজী (১২) কে দুই দফা বেধড়ক পিটিয়েছে শিক্ষক। শুক্রবার দুপুরের পর ও সন্ধ্যার পর তাকে পিটিয়ে আহত করা হয়। শরীরে আঘাতের বেশ কয়েকটি আঘাতের চিহ্ন নিয়ে শুক্রবার সকালে সে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি হয়েছে। আহত শিক্ষার্থী তালার বাউখোলা গ্রামের গোলাাম মোস্তফার ছেলে। তার হাতে ও পিঠে বেত দিয়ে বেশ কয়েকটি আঘাত করেছেন মাদ্রাসার শিক্ষক হাফেজ মাও. রায়হান ইকবাল রাজু। শরীরে আঘাতের চিহ্ন নিয়ে মাদ্রাসা থেকে পালিয়ে খুলনা রোড মোড়ে আসলে উপস্থিত জনতা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
Check Also
স্বামীর মৃত্যুর খবর শুনে স্ত্রীও মারা গেলেন
কানাইলাল দাশ (৬৮) অসুস্থ ছিলেন। চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে নেওয়া হচ্ছিল। তবে পথেই তাঁর মৃত্যু …