অহিদ সাইফুল, ঝালকাঠির রাজাপুরে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পি আইও)র অপসারনের দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছেন উপজেলার ইউপি চেয়ারম্যান ও সদস্যবৃন্দ। সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, সদর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মজিবর মৃধা, সাতুরিয়া ইউপি চেয়ারম্যান মোঃ ছিদ্দিকুর রহমান, শুক্তাগর ইউপি চেয়ারম্যান মোঃ মজিবুল হক মৃধা ও মঠবাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল সিকদারসহ ইউপি সদস্যরা বিক্ষোভ সমাবেশে অংশ নেয়। বিক্ষোভকারীরা তাদের সমাপ্ত টি আর, কাবিখা ও কাবিটার বিভিন্ন প্রকল্পের কাজের বিলের দাবীতে এ বিক্ষোভ সমাবেশ করে। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পি আই ও)মোসাঃ নাছরিন সুলতানা বিল প্রদানের জন্য প্রকল্প চেয়ারম্যানদের কাছে মোটা অংকের টাকা ঘুষ দাবী করেন বলে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের অভিযোগ। বিক্ষোভকারীরা এই অসৎ কর্মকর্তার অনতিবিলম্বে অপসারনের দাবীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা বেগম পারুলের নিকট একটি স্মারক লিপি প্রদান করেন। এছাড়া বিক্ষোভকারীরা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তার অফিস কার্যালয়ের কক্ষে তালা বদ্ধকরতে গেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা বেগম পারুল তালাবদ্ধ করতে নিষেধ করেন। তখন বিক্ষোভকারীরা চলে এসে উপজেলা পরিষদ চত্বরে অবস্থান নেয়। এ ব্যাপারে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোসাঃ নাছরিন সুলতানার কাছে জানতে চাইলে তিনি জানান, প্রকল্পের কাজ অসমাপ্ত তাই বিল প্রদান করা সম্ভব হচ্ছেনা। প্রকল্পের কাজ সমাপ্ত হলে সকল বিল পরিশোধ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা বেগম পারুল জানান, অভিযোগ পেয়েছি তদন্ত না করে কিছুই বলা যাচ্ছেনা।
Check Also
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …