ফিরোজ হোসেন : সাতক্ষীরা বিনেরপোতা মাছ বাজারে অনিয়মভাবে টোল/ খাজনা আদায়ের কারনে জমজমাট পূর্ণ বাজারটি জনশূন্য দেখা দিয়েছে। আগে যেখানে প্রতিদিন ব্যবসায়ীরা দূর দূরন্ত থেকে মাছ নিয়ে আসার ভীড় চোখে পড়ত। কিন্তু মঙ্গলবার সকালে সে চিত্র ছিল ভিন্ন। বাজারে ক্রেতা ও বিক্রেতা নেই, আড়ৎগুলো ফাঁকা পড়ে আছে, ব্যসায়ীরা অলস সময় পার করছে। বাজার কর্তৃপক্ষ ও এলাকাবাসী জানান মাছ বাজারে বিক্রিত বিভিন্ন পন্য সামগ্রীর উপরে টোল আদায়ের নিয়ম থাকলেও বর্তমানে সেটা না মেনে ক্রয়কারীর কাছ থেকেও অনিয়মভাবে টোল আদায় করার কারনে মূলত বাজারে ক্রেতা ও বিক্রেতা শূন্যতা দেখা দিয়েছে। জমজমাটপূর্ণ হাটটি হঠাৎ জনশূন্য দেখা দেওয়ার কারন জানতে চাইলে বিনেরপোতা মাছ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রাম প্রশাদ সরকার বলেন ইজারার নিয়ম অনুযায়ী বিক্রিত মালের উপরে টোল/ খাজনা প্রদান করে থাকি। হঠাৎ বর্তমান ইজারার মালিক আশিক এন্টারপ্রাইজ ক্রেতাদের উপরে টোল/ খাজনা দাবী করলে ক্রেতারা বাজারে আসা বন্ধ করে দিয়েছে। ফলে লক্ষ লক্ষ টাকা ক্ষতির সম্মুখীন হতে হচ্ছি আমরা ব্যবসায়ীরা। ক্রেতা বিশ্বনাথ জানান বিক্রিত মালের উপরে টোল আদায়ের নিয়ম আছে। কিন্তু ক্রেতার কাছ থেকে টোল আদায়ের নিয়ম না থাকলেও বর্তমানে ক্রেতাদের কাছ থেকে আশিক এন্টারপ্রাইজ খাজনা দাবী করছে। যে কারনে আমরা ক্রেতারা ব্যবসা করতে পারছি না। ক্রেতার কাছ থেকে টোল আদায়ের বিষয় জানতে চাইলে আশিক এন্টার প্রাইজের কর্তৃপক্ষ জানান ক্রেতা ও বিক্রেতা উভয় পক্ষের কাছ থেকে টোল বা খাজনা নেওয়ার এখতিয়ার আমার আছে। তিনি বলেন ক্রেতাদের নিয়ে প্রশাসনের সাথে বসে সমাধান করা হবে।
Check Also
বিএনপি নেতাকর্মীদের জড়িয়ে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে দেবহাটায় মানববন্ধন
দেবহাটা প্রতিনিধি: স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও ভূমিদস্যুদের গ্রেফতার এবং বিএনপির …