সাতক্ষীরা সংবাদদাতাঃ জেলাতে বিএনপি জামায়াতের তিন নেতাসহ ৩৮ আটক করা হয়েছে।
সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পযর্ন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বেশ কিছু মাদক। বিভিন্ন অভিযোগে ৫ টি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়,সাতক্ষীরা সদর থানা থেকে ১১ জন,কলারোয়া থানা থেকে ৬ জন,তালা থানা ৫ জন, কালিগঞ্জ থানা ৩ জন,শ্যামনগর থানা ৫ জন,আশাশুনি থানা ৪ জন,দেবহাটা থানা ২ জন,পাটকেলঘাটা থানা পুলিশ ২ জনকে আটক করেছে।
এদিকে নাশকতা ও সহিংসতার অভিযোগে কলারোয়ার খোর্দ্দ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলামকে আটক করেছে সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশ। মঙ্গলবার রাত ৩টার দিকে তাকে আটক করা হয়।
তিনি খোর্দ্দ গ্রামের মৃত আফসার আলী মোড়লের ছেলে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বিপ্লব কুমার নাথ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রবিউল ইসলামের নিজের বাড়ি হতে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে নাশকতা ও সহিংসতার একাধিক মামলা রয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান,আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
Check Also
বিএনপি নেতাকর্মীদের জড়িয়ে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে দেবহাটায় মানববন্ধন
দেবহাটা প্রতিনিধি: স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও ভূমিদস্যুদের গ্রেফতার এবং বিএনপির …