ক্রাইমবার্তা ডেস্করিপোট; বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসার সামনে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের প্রত্যাহার করা হয়েছে। বুধবার বিকালে খালেদা জিয়ার গুলশানের বাসা ‘ফিরোজার’ সামনে থেকে তাদের প্রত্যাহার করা হয় বলে জানান চেয়ারপারসনের প্রেস উইংয়ের শামসুদ্দিন দিদার। শামসুদ্দিন দিদার আরও বলেন, দীর্ঘদিন ধরে এএসআই জাফরের নেতৃত্বে ৩ জন কনস্টেবলসহ চারজন পুলিশ সদস্য চেয়ারপারসনের বাসার সামনে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। কিন্ত বুধবার সাড়ে ৩টায় তাদের সেখান থেকে প্রত্যাহার করে নেয়া হয়। এ ব্যাপারে দায়িত্বপালনকারী কর্মকর্তা কিছুই জানাননি। শুধু বলেন ওপরের নির্দেশ আছে তাই চলে যাচ্ছি। ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত। ওইদিন থেকেই পুরনো ঢাকার নাজিমউদ্দিন রোডের বিশেষ কারাগারে আছেন তিনি। খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর গুলশানের বাসায় কেউ নেই। তার গৃহকর্মী ফাতেমাকেও কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।
Check Also
ক্ষমতায় গেলে নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করবে জামায়াত : ডা. শফিকুর রহমান
ক্ষমতায় গেলে নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করবে জামায়াত মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির …