ক্রাইমবার্তা রিপোট: ঢাকা : জামায়াত ছাড়ায় চলমান পরিস্থিতি করণীয় ঠিক করতে বৈঠকে বসেছেন ২০ দলীয় জোটের শীর্ষ নেতারা। বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে রাত ৮টায় এ বৈঠক শুরু হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বৈঠকে জোট সমন্বয়কারী নজরুল ইসলাম খান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় উপস্থিত রয়েছেন। আজকের বৈঠকে জামায়াতের কোনো প্রতিনিধি নেই বলে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শাইরুল কবির খান গণমাধ্যমকে জানান।
সূত্র জানায়, অন্য শরিকদের মধ্যে আন্দালিভ রহমান পার্থ, মোস্তাফিজুর রহমান ইরান, এম গোলাম মোস্তফা ভূইয়া, এম এম আমিনুর রহমান, আহমেদ আব্দুল কাদের, শাহাদৎ হোসেন সেলিম প্রমুখ উপস্থিত রয়েছেন।
সূত্র জানায়, গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে জোটের করণীয় নিয়ে বৈঠকে আলোচনা হবে। একইসঙ্গে খালেদা জিয়ার মুক্তি আন্দোলন নিয়েও আলোচনা হবে বলে জানা গেছে।