পাটকেলঘাটা প্রতিনিধি: মাইকেল মধুসুধন দত্তের স্মৃতি বিজড়িত পাটকেলঘাটা কপোতাক্ষ নদের ধারে কেওড়া বাগান গড়ার লক্ষ্যে বনবিভাগের সহযোগিতায় সরুলিয়া ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে বিভিন্ন প্রজাতির চারা রোপন কর্মসুচি গ্রহণ করা হয়েছে। কপোতাক্ষ নদের ধারে গড়ে ওঠা ইকোপার্কের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে নদীর ধারে সবুজ বনায়নের লক্ষ্যে বুধবার সকাল ১০টায় বৃক্ষরোপন কর্মসুচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন। এ সময় তিনি কেওড়া, সুন্দরী ওড়াসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করেন। এ সময় উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদ হোসেন, সরুলিয়া ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমান, বাজার কমিটির সাধারণ সম্পাদক নিজামউদ্দীন ভুইয়া, বনবিভাগ কর্মকর্তা ইউনুস আলীসহ প্রমুখ। বৃক্ষ রোপন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পাটকেলঘাটা ছিদ্দিকীয়া কওমিয়া মাদরাসার মহা. মাও. মনিরুল হক।
Check Also
ভোমরা বন্দরে চার মাসে ৪০০ কোটি টাকা আয়
দক্ষিণবঙ্গ সাতক্ষীরার আধুনিক নিরাপদ ও পরিবেশ বান্ধব বাণিজ্যিককেন্দ্র ভোমরা স্থল বন্দর। আর্থ-সামাজিক উন্নয়ন ও দারিদ্র্য …