ক্রাইমবার্তা রিপোট:সাতক্ষীরা: পুলিশের বিশেষ অভিযানে সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমীর মো.আয়ুব আলীসহ ৪৩ আটক করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আজ সকাল পযন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এসময় ছাত্রলীগ সভাপতির কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১৪৬ পিস ইয়াবা ও ৯ টি গাঁজার গাছ। বিভিন্ন অভিযোগে ৮ টি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়,সাতক্ষীরা সদর থানা থেকে ৯ জন,কলারোয়া থানা থেকে ১১ জন,তালা থানা ৪ জন, কালিগঞ্জ থানা ৩ জন,শ্যামনগর থানা ৫ জন,আশাশুনি থানা ৪ জন,দেবহাটা থানা ৩ জন,পাটকেলঘাটা থানা পুলিশ ৪ জনকে আটক করেছে।
এদিকে শহরের একটি কোচিং সেন্টার থেকে আবুল কাশেম নামে এক ছাত্রকে আটকের পর ছেড়ে দিয়েছে পুলিশ। বৃহষ্পতিবার সাতক্ষীরা সরকারী কলেজ মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে ডিবি কার্যালয়ে নিয়ে জ্ঞগাসাবাদ শেষে রাত সাড়ে ১১টার দিকে তাকে ছেড়ে দেয়া হয় বলে জানা যায়।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান,আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …