সাতক্ষীরা সংবাদদাতাঃ গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে সাতক্ষীরায় কাবাডি খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উক্ত খেলাটি অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাবাডি খেলা অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনি খেলায় যশোর জেলা কাবাডি দলের বিপক্ষে অংশ গ্রহণ করে নড়াইল জেলা কাবাডি দল। দুই দিন ব্যাপি এ খেলায় আট জেলার কাবাডি দল অংশগ্রহণ করবে।
সাতক্ষীরার পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. ইফতেখার হোসেন । উদ্বোধনী খেলায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার এ.কে.এম আরিফুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেরিনা আক্তার, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আশরাফুজ্জামান আশু, সাধারণ সম্পাদক এ.কে.এম আনিসুর রহমান প্রমুখ।
আট দলীয় এ কাবাডি খেলার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে রবিবার সাতক্ষীরা ষ্টেডিয়ামে।
Check Also
আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …