নিজস্ব প্রতিনিধি: রিয়াজুল জান্নাত মডেল হিফজ মাদরাসার ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে তুফান কনভেনশন সেন্টার ও লেক ভিউ ক্যাফের উত্তর পাশে এ মাদ্রাসার ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন সাতক্ষীরা পৌর সভার মেয়র তাজকিন আহমেদ চিশতি।
রিয়াজুল জান্নাত মডেল হিফজ মাদরাসার নিজস্ব জায়গায় এ ক্যাম্পাস নির্মাণের লক্ষে ভিত্তি প্রস্তর উদ্বোধনী অনুষ্ঠানে ডা. মো. আবুল কালাম বাবলার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন পৌর সভার প্রাক্তণ কাউন্সিলর ওসমান গণি মিন্টু, সুন্দরবন সায়েন্স এন্ড বিজনেস কলেজের অধ্যক্ষ এটিএম আবু হাসান, জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, আছগর সরদার, কামরুল ইসলাম, আব্দুল বারী, অধ্যক্ষ নূর মোহাম্মদ, প্রতিষ্ঠাতা ও পরিচালক সহিদুল ইসলাম প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মোক্তার হোসেন।
নব নির্মিত এ প্রতিষ্ঠানে ডা. মো. আবুল কালাম বাবলা ৬.৫ কাঠা ও আব্দুল গনি ৫ কাঠা জমি দান করেছেন।
Check Also
৩০ জুলাই পর্যন্ত অনেক দল সিদ্ধান্ত নিতে পারেনি, সংগ্রামে যুক্ত হবে কি না: সারজিস আলম
জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, …