স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা রসুলপুর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিকে উজ্জীবিত করতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে শহরের রসুলপুর খাঁবাড়ীতে ঈক্ষন সাংস্কৃতিক সংসদের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও দৈনিক আজকের সম্পাদক মাওলানা আকরাম খাঁ সাতক্ষীরায় আগমনের স্মৃতিকে উজ্জীবিত করতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা ঈক্ষন সাংস্কৃতিক সংসদের সভাপতি পল্টু বাসারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন এসময় তিনি বলেছেন কবি নজরুল আমাদের জাতীর ইতিহাসে একটি অনন্য নাম। স্বাধীনতা সংগ্রামে তার বলিষ্ট ভূমিকা ছিল। সারাজীবন তিনি সংগ্রাম করে গেছেন। সে মহামানবের সাতক্ষীরায় আগমন করায় ধন্য হয়েছে সাতক্ষীরা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, খুলনা অধ্যাপক আব্দুল মান্নান, খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রুবেল আনছার, স্বাগত বক্তব্য রাখেন আলীমুজ্জামান খান (টালু)। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক কল্যান ব্যানার্জী, মিজানুর রহমান, ক্রীড়া ব্যক্তিত্ব শেখ তৈয়েব হাসান বাবু, অধ্যাপক আনিছুর রহমান, কবি আব্দুল ওহাব আজাদ, হাফিজুর রহমান খান, সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আবৃত্তি ও সংগীত পরিবেশন করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ঈক্ষন সাংস্কৃতিক সংসদের সাধারন সম্পাদক কাজী মাসুদুল হক।
Check Also
বিএনপি নেতাকর্মীদের জড়িয়ে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে দেবহাটায় মানববন্ধন
দেবহাটা প্রতিনিধি: স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও ভূমিদস্যুদের গ্রেফতার এবং বিএনপির …