নিজস্ব প্রতিনিধি: শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রহিমের বিরুদ্ধে জিআর ১০ মেট্রিকটন চাল আত্মসাতের অভিযোগ উঠেছে। গাবুরা ইউনিয়নের মধ্যে খলিসাবুনিয়া ও চৌদ্দরশি বাজারের উপর দিয়ে টর্নেডো ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে জিআর এর ১০ মেট্রিক টন চাল বিতরণের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে (ত্রাণ শাখার স্মারক নং ৫১.০১.৮৭০০.০০০.২০.০০৪.১৭.৫৪৪, তাং- ২৪-১০-২০১৭ খ্রি:) জিআর এর ১০ মেট্রিকটন চাল গ্রহণ করেন। পরবর্তীতে চকবারা ক্লোজার ভেঙে চকবারা ও গাবুরা প্লাবিত হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে দাবি জানিয়ে দুস্থ পরিবারের মাঝে চাল বিতরণ করার জন্য আবারও জিআর ৩ মেট্রিকটন চাল বরাদ্দ নিয়েছে। অথচ আইলা পরবর্তীতে চকবারা ক্লোজার আদৌ ভেঙে কোন এলাকা প্লাবিত হয়নি। কিন্তু পূর্বের ১০ মেট্রিকটন চাল কোনরুপ বিতরণ ছাড়াই কালোবাজারে বিক্রয় করে ভূয়া মাষ্টাররোল দেখিয়ে হাতিয়ে নিয়েছে লক্ষ লক্ষ টাকা। গত ১৭-০৪-২০১৮ তারিখে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গাবুরা ইউনিয়ন পরিষদের ১০জন ইউপি সদস্যের উপস্থিতিতে সীল মোহরকৃত লিখিত অভিযোগ প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে এলাকাবাসি সরেজমিনে সুষ্ঠু তদন্তপূর্বক প্রশাসনসহ কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।
Check Also
সাতক্ষীরায় পুত্রবধূর হাতে নির্যাতিত সেই স্কুলশিক্ষক মারা গেছেন
ক্রাইমবাতা রিপোট, সাতক্ষীরা: ছেলে ও পুত্রবধূর হাতে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের শিকার সাতক্ষীরা সদর উপজেলার বাঁশতলা …