সাতক্ষীরা সংবাদদাতাঃ ভারতে পাচার কালে সাতক্ষীরা সদরের সীমান্ত হতে বিরল প্রজাতির পাখির বাচ্চা ও বিপুল পরিমানে সোনার গহনা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।
আজ শনিবার ভোরে ও সকালে সাতক্ষীরা সদর উপজেলার পদ্ম শাখরা ও কুশখালী সীমান্ত থেকে এসব জব্দ করা হয়
জব্দকৃত সোনার গহনার মধ্যে রয়েছে, ১১টি সোনার চেইনসহ লকেট, ১১ জোড়া সোনার কানের দুল ও ৭৭টি সোনার আংটি। এছাড়া বিরল পাখির বাচ্চার সংখ্যা ৭৫টি।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোরে পদ্মশাখরা সীমান্ত থেকে নায়েক সুবেদার আব্দুল রাজ্জাকের নেতৃত্বে ৭৫টি বিরল প্রজাতির পাখির বাচ্চা ও সকালে কুশখালী সীমান্ত হতে নায়েক সুবেদার হারুনের নেতৃত্বে বিজিবির টহল দল একটি বদনার ভেতর হতে সোনার গহনাগুলো জব্দ করে।
আটক পাখির বাচ্চাগুলো প্রাণিসম্পদ অফিসে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। এছাড়া সোনার গহনাগুলাও জুয়েলার্সে নিয়ে দাম নির্ধারণ করা হবে।
Check Also
আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …