ক্রাইমবার্তা রিপোর্ট: সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের ম্যানেজিং কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন-২০১৮-১৯ এর মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা।রবিবার (২২ এপ্রিল) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে বিকাল ৪টায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোতাকাব্বির হোসেন’র নিকট দু’টি প্যানেলে ২৪ টি পদের বিপরীতে মোট ৫০টি মনোনয়নপত্র বিক্রি হয়। এর মধ্যে ৪৯ টি মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা।এসময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোতাকাব্বির হোসেন, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও জেলা তথ্য অফিসার মোজম্মেল হক, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক প্রকৌশলী তানভীর আহমেদ।পদাধিকারবলে এ প্রতিষ্ঠানের সভাপতি হবেন জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন। এছাড়া সহ-সভাপতির ৩টি পদের বিপরীতে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৬জন, সাধারণ সম্পাদক’র ১টি পদের বিপরীতে মনোনয়নপত্র জমা দিয়েছেন ২জন, যুগ্ম-সম্পাদক’র ১টি পদের বিপরীতে মনোনয়নপত্র জমা দিয়েছেন ২জন, সহ-সম্পাদক’র ১টি পদের বিপরীতে মনোনয়নপত্র জমা দিয়েছেন ২জন, কোষাধ্যক্ষ’র ১টি পদের বিপরীতে মনোনয়নপত্র জমা দিয়েছেন ২জন, কার্যকরী সদস্য’র ১৭টি পদের বিপরীতে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩৫ জন। ইতিমধ্যে দুটি প্যানেলের প্রার্থীরা নির্বাচনে জয়লাভ করতে প্রচারণা শুরু করেছে।
Check Also
আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …