এই সময় তার সঙ্গে মহানগর জামায়াতের সেক্রেটারি খায়রুল হাসান, গাজীপুর জেলা হেফাজতে ইসলামের যুগ্ম সম্পাদক মাওলানা নাসির উদ্দিন, জেলা যুব জমিয়তের সভাপতি হাফেজ শাহ আলম, জেলা জমিয়তে ওলামায়ে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা মূসা কালিমুল্লাহ, জেলা ছাত্র জমিয়তের সভাপতি মুফতি শাহাদাত হোসেনসহ মহানগর ও থানা জামায়াতের নেতারা উপস্থিত ছিলেন।
অধ্যাপক এস এম সানাউল্লাহ বলেন, ‘জামায়াতে ইসলামী একটি নির্বাচনমুখী দল। আমরা যাতে নির্বাচনে যেতে না পারি, সেজন্য আদালতের মাধ্যমে জামায়াতের নিবন্ধনকে ঝুলিয়ে রাখা হয়েছে। ফলে আমরা বাধ্য হয়ে ভিন্ন নামে অর্থাৎ গাজীপুর মহানগর উন্নয়ন পরিষদের নামে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেই।’
হাসান উদ্দিন সরকার বলেন, ‘জামায়াতের সমর্থনে ২০ দলীয় জোটের ঐক্য আবারও সুদৃঢ় হলো।’ ভোটারদের বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচনে বিএনপি বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ৯জন, সাধারণ কাউন্সিলর পদে ২৮৭ এবং সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলর পদে ৮৪ জন প্রার্থী হয়েছেন। ২৩ এপিল মনোনয়নপত্র প্রত্যাহারে শেষ দিন। আগামী ২৪ এপ্রিল প্রতীক বরাদ্দ ও ১৫ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।