বিএনপির মেয়র প্রার্থীকে জামায়াতের আনুষ্ঠানিক সমর্থন

  ক্রাইমবার্তা ডেস্করিপোট:  গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত মেয়র প্রার্থী অধ্যাপক এস এম সানাউল্লাহ তার প্রার্থীতা প্রত্যাহারের আবেদন করেছেন। তিনি রবিবার সকাল সাড়ে ১০টায় রিটার্নিং অফিসারের কার্যালয়ে লিখিত আবেদন করেন। পরে দুপুর পৌনে ১২টায় বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকারের টঙ্গীর বাস ভবনে গিয়ে তাকে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানান। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মন্ডল বলেন, ‘আমরা আবেদন পেয়েছি। সোমবার এই বিষয়ে জানানো হবে।’গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক এস এম সানাউল্লাহ বলেন, ‘ঢাকায় ২০ দলীয় জোটের সিদ্ধান্ত মোতাবেক হাসান উদ্দিন সরকারকে সমর্থন জানিয়ে মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য আবেদন করেছি। দলীয় নেতাকর্মীদের হাসান উদ্দিন সরকারের পক্ষে কাজ করার জন্য বলেছি।’

এই সময় তার সঙ্গে মহানগর জামায়াতের সেক্রেটারি খায়রুল হাসান, গাজীপুর জেলা হেফাজতে ইসলামের যুগ্ম সম্পাদক মাওলানা নাসির উদ্দিন, জেলা যুব জমিয়তের সভাপতি হাফেজ শাহ আলম, জেলা জমিয়তে ওলামায়ে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা মূসা কালিমুল্লাহ, জেলা ছাত্র জমিয়তের সভাপতি মুফতি শাহাদাত হোসেনসহ মহানগর ও থানা জামায়াতের নেতারা উপস্থিত ছিলেন।

অধ্যাপক এস এম সানাউল্লাহ বলেন, ‘জামায়াতে ইসলামী একটি নির্বাচনমুখী দল। আমরা যাতে নির্বাচনে যেতে না পারি, সেজন্য আদালতের মাধ্যমে জামায়াতের নিবন্ধনকে ঝুলিয়ে রাখা হয়েছে। ফলে আমরা বাধ্য হয়ে ভিন্ন নামে অর্থাৎ গাজীপুর মহানগর উন্নয়ন পরিষদের নামে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেই।’

হাসান উদ্দিন সরকার বলেন, ‘জামায়াতের সমর্থনে ২০ দলীয় জোটের ঐক্য আবারও সুদৃঢ় হলো।’ ভোটারদের বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচনে বিএনপি বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ৯জন, সাধারণ কাউন্সিলর পদে ২৮৭ এবং সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলর পদে ৮৪ জন প্রার্থী হয়েছেন। ২৩ এপিল মনোনয়নপত্র প্রত্যাহারে শেষ দিন। আগামী ২৪ এপ্রিল প্রতীক বরাদ্দ ও ১৫ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।

Check Also

আশাশুনিতে সেনাবাহিনীর হাতে অস্ত্র ও গুলিসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার

আশাশুনি ব‍্যুরো: আশাশুনিতে সেনা বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ ৩ সন্ত্রাসীকে গ্রেফতার করছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।