রাজাপুর প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে খলিলুর রহমান মোল্লা(৪৩)নামের এক নির্মান শ্রমিকের লাশ উদ্ধার করেছে রাজাপুর থানা পুলিশ। শনিবার রাত অনুমানিক ১০টায় উপজেলার সদর বাজারের দক্ষিন মাথায় কামারপট্টি সংলগ্ন মিঞা মাহমুদ পাখির বাসভবনের সামনে নিহতের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানা পুলিশে খবর দেয়। থানা পুলিশ ঘটনা স্থল থেকে নিহত খলিলের ব্যবহৃত মোবাইল সেট ও সিমসহ মৃতদেহ উদ্ধার করে। খলিলুর রহমান মোল্লা উপজেলার মঠবাড়ি ইউনিয়নের পশ্চিম বাদুরতলা এলাকার মোঃ আমজেদ আলী মোল্লার ছেলে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ঐ বাসভবনের মালিক মিঞা মাহমুদ পাখি (৪৯)কে আটক করে। নিহতের স্ত্রী পিয়ারা বেগম জানান, ঘটনার দিন রাত ৮টার দিকে খলিলুর রহমান বাসায় গিয়ে বাজারের ব্যাগ তার হাতে দিয়ে বাসা থেকে বের হয়ে আসে। রাত ১০টার দিকে স্ত্রী পিয়ারা বেগম স্বামীর মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে। তবে কি কারনে তার মৃত্যু হয়েছে তা কেউ বলতে পারেনি।তিনি আরো জানান,কয়েক বছর আগে খলিলকে হত্যার উদ্দেশ্যে হামলা চালালে মামলা হয় যা আদালতে বিচারাধীন। ঐ মামলার প্রতিপক্ষের অতংকে খলিল মোল্লা পরিবার পরিজন নিয়ে রাজাপুর উপজেলা সদরে প্রায় ৩ বছর পূর্ব থেকে বসবাস শুরু করে। এ হত্যাকান্ড পূর্ব শত্রুতার জেরধরে ঘটতে পারে বলে নিহতের তিনি জানান। এ ঘটনায় উপজেলা সদর বাসি উদ্বেগ প্রকাশ করে বলেন, এলাকায় ইদানিং চুরি, ডাকাতি, অগ্নিসংযে,মাদক ও খুনের ঘটনা দিনে দিনে বেরেই চলছে। এ ঘটনায় রোবার সকালে ঝালকাঠির পুলিশ সুপার মোঃ জোবায়েদুর রহমান,সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হোসেন রেজা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যপারে রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামসুল আরেফিন জানায়, তার মাথায় আঘাতের ক্ষত রয়েছে। এ ঘটনায় সন্দেহমূলক একজনকে জিজ্ঞাসাবাদ করতে আটক করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরন করা হয়েছে। এ হত্যাকান্ডের ব্যাপারে নিহতের স্ত্রী পিয়ারা বেগম বাদী হয়ে থানায় মামলা রুজু করেছেন। মামলা নং ১২।
Check Also
সাতক্ষীরা বিনেরপোতা সড়ক দুর্ঘটনায় ১ ভ্যান চালক নিহত
মামুন হোসেন নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা বিনেরপোতা সড়ক দুর্ঘটনায় ১ ভ্যান চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার ( …