আশাশুনি ব্যুরো: আশাশুনির লতাখালীতে দেওয়াল চাপা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার বিকালে উপজেলার শোভনালী ইউনিয়নের লতাখালী গ্রামের মৃত জিনাতুল্লাহ গাজীর পুত্র আক্কাছ গাজী তার মাটি দিয়ে নির্মিত ঘরের দেওয়ালের ভীত নষ্ট হয়ে যাওয়ায় দেওয়ালে বাঁশ-খুটি দিয়ে ঠেকিয়ে রেখেছিলেন। শনিবার বেলা ৩টার দিকে খুঁটি নামিয়ে দেওয়াল মেরামত করাকালীন অসতর্কতা বশত: পরপর কয়েকটা খুঁটি নামানোর সাথে সাথে দেওয়াল ভেঙে তার গায়ের উপর পড়ে। দেওয়ালের ধাক্কায় মুখ থুবড়ে কাঠের উপর পড়লে তার মুখমন্ডল থেতলে যেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
Check Also
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …