১৭ হাজার পিস ইয়াবাসহ প্রভাবশালী দলের ৭ সদস্য গ্রেফতার

 ক্রাইমবার্তা রির্পোট:  ঢাকা মহানগরীর উত্তরা থেকে ১৭ হাজার পিস ইয়াবাসহ সাতজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে একটি মাইক্রোবাস ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়। শনিবার মধ্যরাতে উত্তরা ৩ নম্বর সেক্টরের রাজলক্ষ্মী মার্কেটের পেছন থেকে তাদের গ্রেফতার করা হয়।

মাদকবিরোধী অভিযান : ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত ৫৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত এ অভিযান চলে।

ট্রাফিকের অভিযান : ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুই হাজার ৪৭৩টি মামলা ও ১৩ লাখ দুই হাজার ৪০০ টাকা জরিমানা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। এ সময় ৩৮টি গাড়ি ডাম্পিং ও ৩৯৩টি গাড়ি রেকারিং করা হয়। শনিবার দিনভর এ অভিযান চলে।

 

 

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।