কালবৈশাখী ঝড়ে লন্ড-ভন্ড সাতক্ষীরা: নিহত ১ জন

সাতক্ষীরা সংবাদদাতাঃ সাতক্ষীরার আশাশুনিতে কালবৈশাখী ঝড়ে অসংখ্য বাড়ি ঘর লন্ডভন্ড হয়ে গেছে। কয়েক মিনেটের ঝড়ে উপজেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। দেয়াল চাপা পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছেন। বিধ্বস্ত হয়েছে শতাদীক বসতবাড়ি। বাঁধ ভেঙ্গে তলিয়ে গেছে অর্ধশতাধীক মাছের ঘের।
সোমবার রাত দশটার দিকে মাত্র মিনিটি দশেকের এ কালবৈশাখী ঝড়ে গোটা এলাকা ওলট পালট করে দিয়েছে।
নিহত বৃদ্ধার নাম রিজিয়া খাতুন (৬০)। তিনি আশাশুনির শ্রীউলা ইউনিয়নের বকচর গ্রামের বসির আহমেদের স্ত্রী।
আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মাফফ্র্রা তাসনিন জানান, একজন নিহত হওয়ার খবর পেয়েছি। তিনি আরো জানান,এখন পর্যন্ত এই সংখ্যা নিরুপন করা যায়নি। তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্থ’দের সহায়তা দেওয়ার চেষ্টা চলছে।
স্থানয়ি ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল জানান, ঝড়ে তার ইউনিয়নের মাড়িয়ালা, শ্রীউলা, বকচর, লাঙ্গলদাঁড়িয়া, কলিমাখালি, রাধার আঁটি, গাজিপুর , মহিষকুড় ও পুঁইজালা গ্রামের প্রায় দেড় হাজার বাড়িঘর কম বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। এ সময় বাঁধ ধসে বেশ কয়েকটি মাছের ঘেরের ক্ষতি হয়েছে।

Check Also

বিএনপি নেতাকর্মীদের জড়িয়ে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে দেবহাটায় মানববন্ধন

দেবহাটা প্রতিনিধি: স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও ভূমিদস্যুদের গ্রেফতার এবং বিএনপির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।