সাতক্ষীরা সংবাদদাতাঃ সাতক্ষীরার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নবজীবন ইনস্টিটিউট ও নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউট এর যৌথ উদ্যোগে প্রকাশিত “নবজীবন বার্তা”এর মোড়ক উন্মোচন করা হয়েছে। বৃহঃবার সকাল ১১টায় নবজীবন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে “নবজীবন বার্তা”পত্রিকাটির শুভ মোড়ক উন্মোচন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নবজীবনের নির্বাহী পরিচালক তারেকুজ্জামান খান। নবজীবন কার্য্যনির্বাহী কমিটির সভাপতি গাজী আবুল কাশেমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান,সাতক্ষীরা শহর সমাজ সেবা কর্মকর্তা শেখ সহিদুর রহমান,জেলা সমাজসেবা কার্যালয়ের প্রবেশন অফিসার মিজানুর রহমান,সুর্য্যরে আলো সম্পাদক আব্দুল ওয়ারেশ খান চৌধুরী ,নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউট এর অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম, নির্বাহী কমিটির আফরোজার রহমান খান চৌধুরী,শেখ শফিকউদ-দৌলা সাগর, রনজিনা বেগম,অহিদুজ্জামান খান প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন বলেন নবজীবন শিক্ষা উপকরন ও ভাতা বিতরণ ,স্বাস্থ্য সেবা,বিনামুল্যে গভীর নলকুপ স্থাপন,বেকার ও অসহায় নারীদের দর্জি প্রশিক্ষন,কম্পিউটার প্রশিক্ষন, ফুডপ্যাকেজ বিতরনসহ নানা সেবামুলক কাজের পাশাপাশি শিক্ষার্থীদের মেধা বিকাশকে প্রষ্ফুটিত করার লক্ষ্য নিয়ে “নবজীবন বার্তা”পত্রিকাটি প্রকাশ করেছে এটি নিশ্চয়ই একটি মহতী উদ্দোগ।এই সুযোগকে কাজে লাগিয়ে অত্র প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা স্বল্প পরিসরে হলেও তাদের লেখনি প্রকাশের সুযোগ পেেেয়ছে। সাহিত্যচর্চ্চা,খেলাধুলা,সাংস্কৃতিক অনুষ্ঠান এমনকি প্রয়োজনীয় বিনোদনের অভাবে আজকের যুবসমাজের একটি অংশ মাদকাসক্তসহ নানাভাবে বিপথগামী হচ্ছে। এর থেকে উত্তরন ঘটিয়ে, নৈতিক চরিত্র গঠন, মানবিক ,সামাজিক এবং শিক্ষা জীবনকে সুন্দর ও সফল করতে সাহিত্যচর্চ্চার বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। এসময় নবজীবনের নির্বাহী পরিচালক তারেকুজ্জামান খান বলেন আগামীতে নবজীবনের মুখপাত্র এধরনের পত্রিকা প্রকাশনা ছাড়াও নবজীবন সাপ্তাহিকী প্রকাশনার উদ্দোগ রয়েছে।অনুষ্ঠানটি পরিচালনা করেন মল্লিক মোস্তফা নাহিদ হাসান ।
Check Also
সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী।
আহসান হাবীব, সাতক্ষীরা শহর প্রতিনিধি: জানুয়ারি ১৪, ২০২৫ । সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক …