দৈনিক লোকসমাজ পত্রিকার বার্তা সম্পাদক ও সাংবাদিক ইউনিয়ন যশোরের (জেইউজে) সদস্য সাংবাদিক রাজেক জাহাঙ্গীরের একমাত্র পুত্র যশোরের তরুন বিজ্ঞানী নাঈম হাসান মুন খুলনায় বিভাগীয় পর্যায়ে বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় অংশ নিয়ে প্রথম স্থান অধিকার করেছে। তার এ কৃতিত্বে অভিনন্দন জানিয়েছে সাংবাদিক ইউনিয়ন যশোর। বুধবার এক যৌথ বিবৃতে সংগঠনের সভাপতি নূর ইসলাম ও সাধারণ সম্পাদক এম. আইউব মুনকে অভিনন্দন জানান। তারা তরুন বিজ্ঞানী নাঈম হাসান মুনের জন্য দোয়া করেন এবং ভবিষ্যত মঙ্গল কামনা করেন। ॥ প্রেস বিজ্ঞপ্তি ॥
![](https://crimebarta.com/wp-content/uploads/2018/04/8-19.jpg)