SAMSUNG CAMERA PICTURES

রাণীশংকৈলে ভাই ভাই মৎস্য খামার পরিদর্শন করলেন ডিএনপিডি

রাণীশংকৈল প্রতিনিধি : ঠাকুরগাওয়ের রাণীশংকৈলে ২৫ শে এপ্রিল মেরিন ফিশারিজ’র ডেপুটি ন্যাশনাল প্রজেক্ট ডিরেক্টর মোঃ ফিরোজ আহম্মেদ “ ভাই ভাই মৎস্য খামার” পরিদর্শন করলেন । এ সময় তিনি ফার্মের অবকাঠামো, আয় ব্যায়ের হিসাব নিকাশ সহ বিভিন্ন দিক নজরে আনেন। খামার পরিদর্শন শেষে তিনি খামারীর প্রতি সন্তোষ প্রকাশ করেন।

ভাই ভাই মৎস্য খামার মালিক আলহাজ মোঃ এজেড সুলতান আলী বলেন, আমি মন্ত্রণালয়ে চাকুরী করার সময় থাইল্যান্ড সফরে গিয়ে দেখলাম অবসর প্রাপ্ত কর্মচারীরা কেউ মৎস্য খামার, কেউবা গরু পালন খামার সহ বিভিন্ন প্রকল্প গড়ে তুলেছেন। তাই দেখে চাকুরী শেষে আমি ১১ একর জমির উপর মৎস্য খামার গড়ে তুলেছি। খামারে ছোট বড় ১১ পুকুর রয়েছে। পুকুরগুলোতে পর্যায়ক্রমে কার্প জাতীয় মিশ্র মাছ চাষ, পাপদা, পাংগাস, আয়কর, রুই, কাতলা, সিং, ট্যাংরা, গুলসা, মাগুর, সহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা হচ্ছে। যাতে করে জংলি মাছের ঘাটতি পুরণ হয়। পাশাপাশি গরুর খামারের প্রক্রিয়া অব্যাহত আছে। পুকুর পাড়ে ডানা মেলে দাঁড়িয়ে আছে আম, লিচু, পেয়ারা, আমলকি, কাঠবাদাম, জামরুল, বহেরা, গোলাপ জাম বিভিন্ন প্রজাতির ঔষধি গাছ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা ড. মুহাম্মদ মোঃ নিয়াজউদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা হিমেল চন্দ্র রায়, সহ-কারী  মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল জলিল,  সংবাদকর্মী মোঃ সেতাউর রহমান, খামার মালিক আলহাজ মোঃ এজেড সুলতান আহম্মেদ প্রমুখ।

মোঃ সেতাউর রহমান

Check Also

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।