ক্রাইমবার্তা ডেস্করিপোট: ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার ভাবনার বিষয়ে উদ্বেগ জানিয়েছে বিএনপি। একে স্বীকৃত স্বৈরাচারী সরকারেরই যথার্থ প্রতিধ্বনি আখ্যা দিয়েছে দলটি।
বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এ সময় বুধবার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফের বক্তৃতাকে উদ্ধৃত করে এর প্রতিক্রিয়া জানান তিনি।
রিজভী উদ্ধৃত করেন, ‘মাহবুব-উল আলম হানিফ বলেছেন- শেখ হাসিনা যতদিন জীবিত আছেন, ততদিন পর্যন্ত শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ বাংলাদেশে ক্ষমতায় থাকবে, শেখ হাসিনা ততদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকবেন। ২০১৮ সাল নয়, ২০২৪ সালে নয়, ২০২৯ সালের পরে তাদের ক্ষমতায় আসার জন্য ভাবনা করতে হবে।’
এ বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপি মুখপাত্র বলেন, ‘গণতন্ত্রকে চিরদিনের জন্য নির্বাসনে পাঠিয়ে তারা যে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে চায়, আওয়ামী লীগ নেতার বক্তব্য তারই বহিঃপ্রকাশ।’
তিনি আরও বলেন, ‘খালেদা জিয়াকে বেআইনি কারাবাসে আটকে রেখে যথাযথ চিকিৎসা না দিয়ে তার অসুস্থতা তীব্র থেকে তীব্রতর করা যে এক ভয়ঙ্কর মাস্টারপ্ল্যানের অংশ, তা হানিফ সাহেবের বক্তব্যে ফুটে উঠেছে।’
খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে মানুষের উদ্বিগ্ন মনকে অন্যদিকে সরাতে
তারেক রহমানের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।