কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরা জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান জামিনে মুক্তি পাওয়ায় কলারোয়ায় যুবলীগের আয়োজনে এক আনন্দ মিছিল বের হয়। বৃহষ্পতিবার বিকেলে মিছিলটি পৌরসদরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রুপালী ব্যাংকের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্যে উপজেলা যুবলীগের সভাপতি কাজী আসাদুজ্জামান সাহাজাদা বলেন- ২৬ মার্চ সাতক্ষীরা জেলা যুবলীগের আহবায়ক মান্নান ভাইয়ের নামে একটি কুচক্রী মহল মিথ্যা মামলা দিয়ে হয়রানী করেই খ্যান্ত হননি, মান্নান ভাই যাতে দ্রুত কারাগার থেকে জামিনে মুক্তি না পান সেজন্য জোর চেষ্টা চালিয়ে গিয়েছেন। তবে সত্যের জয় অবশ্যই আছে। মিছিলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Check Also
আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …