ফিরোজ হোসেন : ন্যাশনাল সার্ভিস কর্মসূচীর প্রশিক্ষণার্থীদের সাথে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু,র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় যুব উন্নয়ন অধিদপ্তরের হল রুমে সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জিব কুমার দাসের সভাপতিত্বে মত বিনিবিময় সভায় উপস্থিত ছিলেন সাবেক যুবলীগ নেতা রফিকুল ইসলাম রানা, তাতীঁলীগ নেতা এনামুজ্জামান নিপ্পন, জেলা যুব উন্নয়ন অফিসের সহকারী পরিচালক মো. আব্দুল কাদের,সদর উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. মনিরুজ্জান শাহীন, অফিস সহকারী মো.আবুুল কালাম প্রমুখ। উল্লেখ সাতক্ষীরা যুব উন্নয়নের অধীনে প্রথম পর্বে ১ থেকে ১ হাজার পর্যন্ত ছাত্র ছাত্রী প্রশিক্ষণ শেষে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য সেবাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছে। দ্বিতীয় পর্বে ১ হাজার প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ চলছে। পহেলা জুন তারিখ থেকে বিভিন্ন দপ্তরে তাদের নিয়োগ দেওয়া হবে। এছাড়া ১৭শত জন শিক্ষার্থীদের জুন ও সেপ্টেম্বর মাসে প্রশিক্ষণ শুরু হবে। এসময় উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্য বলেন শেখ হাসিনা বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করে যুব সমাজকে ঘরে ঘরে চাকরি দিয়েছে। সারা দেশে এক যোগে উন্নয়নের চিত্র দেশ বাসী প্রত্যক্ষ করছে। আগামী একাদশ সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে যুব সমাজকে আহবান জানান।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …