ক্রাইমবার্তা রিপোর্ট: জাতীয় সংসদ নির্বাচনে আমি নৌকা প্রতীকে সাতক্ষীরা সদর আসন থেকে মনোনয়ন প্রত্যাশী। আশা করি, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমার বিষয়টি ভেবে দেখবেন। আর আপনাদের সমর্থন পেলে আমি সাতক্ষীরাকে রোল মডেলে পরিণত করব। আপনাদের সহযোগিতায় সাতক্ষীরায় অনেক উন্নয়ন সম্ভব।’ গতকাল শুক্রবার রাত ৯টায় দৈনিক ভোরের পাতা কার্যালয়ে সাতক্ষীরা পৌরসভার প্যানেল মেয়র ও কাউন্সিলরদের সঙ্গে আলাপকালে এ প্রত্যয় ব্যক্ত করেন দৈনিক ভোরের পাতা ও দ্য পিপলস টাইম সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসান সিআইপি। এ সময় অন্যান্যের মধ্যে দৈনিক ভোরের পাতার প্রধান সম্পাদক কাজী হেদায়েত হোসেন রাজ, সাতক্ষীরা পৌরসভার প্যানেল মেয়র আবদুস সেলিম, আলহাজ কাজী ফিরোজ হাসান, সৈয়দ মাহমুদ পাপা, মো. শাহিনুর রহমান শাহিন, মো. শহিদুল ইসলাম, মো. শফিকুল ইসলাম বাবু, ফারহা দিবা খান সাথী, জাহাঙ্গীর কবির কালু ও অনিমা রাণী এবং সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রিফাত হাসান রাসেল, তাঁতী লীগের সাধারণ সম্পাদক শেখ তৌহিদ হাসান উপস্থিত ছিলেন। উলেখ্য, ড. কাজী এরতেজা হাসান সিআইপি ভোরের পাতা গ্র“প অব কোম্পানিজের চেয়ারপার্সন, এফবিসিসিআইয়ের পরিচালক, ব্যাংক ক্রেডিট ম্যানেজমেন্ট এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও ফরেন ইনভেস্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি, ইরান বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা সভাপতি, আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটি ও ধর্ম বিষয়ক বিষয়ক উপ-কমিটির সদস্য, বাংলাদেশ সংবাদপত্র পরিষদের সহ-সভাপতি, বাংলাদেশ ল্যান্ড ডেভেলপার অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ও ক্রীড়া সংগঠক।
Check Also
তালায় ইউপি পরিষদ কক্ষে দুই সাংবাদিকের উপর হামলা, প্রতিবাদে মানববন্ধন
তালা প্রতিনিধি তালার ইসলামকাটি ইউনিয়ন পরিষদে সাংবাদিক আক্তারুল ইসলাম ও আতাউর রহমানের ওপর সন্ত্রাসী রমজান আলী …